মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। তবে কাজের চাপ বাড়তে পারে। কেউ যদি নতুন কোন কাজে নামার আগে পরামর্শ চায়, তাকে সাহায্য করুন।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
কাজের চাপে সবকিছু ভীষণ এলোমেলো হয়ে আছে আপনার। আসুন না আজ ঘরবাড়িটা গুছিয়েই ফেলি। নিতুন বছরে সবকিছু নতুন করে শুরু করাই ভাল।
মিথুন (২২ মে – ২১ জুন)
বন্ধু বা সহকর্মীদের কেউ আগামী ছুটিতে বেড়াতে যাওয়ার প্রস্তাব নিয়ে হাজির হবে। কাজের চাপে আজকাল একদমই বিশ্রামের সময় পাচ্ছেননা। তাই বলব সুযোগটাকে কাজে লাগান। এতে সম্পর্কের উন্নয়নও হবে।
র্ককট (২২ জুন – ২২ জুলাই)
অনেকদিন ধরে লেগে আছেন কোন কাজের পিছে? আজ সময় এসেছে সফলতা পাওয়ার। তবে এক্ষেত্রে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে ভুলবেননা।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শীতের বাতাস আপনার জন্য রোমান্টিক আবহ বয়ে নিয়ে আসছে। সুযোগটাকে কাজে লাগান, ফল ভালো হবে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অনেক মানুষ আছে যারা আপনার সাহায্য চায়, সেটা মানসিক বা অর্থনৈতিক দুইই। তাদের পাশে দাঁড়ান বন্ধু হয়ে। বিনিময়ে পাবেন ভালবাসা আর সম্মান।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোন পিকনিক বা পার্টিতে অংশগ্রহনের সম্ভাবনা আছে। এসব উদযাপনে আপনি সবার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
দিনের শুরুটা আনন্দের সাথে শুরু হলেও দিনের শেষে কারো কোন কথা শুনে মন খারাপ হতে পারে। যেকোন নেতিবাচক কথা শুনলেও ভেঙে না পড়ে নিজেকে মোটিভেট করুন, সফলতা আপনার হাতেই আসবে।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
আপনি অলসতা পছন্দ করেননা জানি। আজ তো কাজের মাঝে অলসতা করবেনই না। দাম্পত্য সম্পর্কে যত্নবান হোন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারী)
আজ নতুন কোন পথে না চলে পুরনো পথই বেছে নিন, বিপদের সম্ভাবনা কমবে তাতে। কাজে ভুল হতে পারে, সাবধানে থাকুন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মানুষ হিসেবে আপনি যথেষ্ট সৃজনশীল। নতুন কিছু করার ভাবনা আসলে সবাই প্রশংসা নাও করতে পারে। ভেঙে না পড়ে লেগে থাকুন।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ র্মাচ)
অনেকদিন ধরে ভালবাসেন কাউকে? আজ তাকে সেটা বলেই দিন। ‘হ্যা’ শোনার সম্ভাবনা আছে অপর পক্ষ থেকে।