Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজায় শসার ১০ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৩:২৩

শসা আমাদের শরীরের জন্য খুবই উপকারি। শসায় পানির পরিমাণ ৯৫ শতাংশের বেশি। তাই প্রচন্ড এই গরমে রোজার অন্যতম খাদ্যসঙ্গী হিসেবে খাওয়া উচিত শসা।

আসুন জেনে নেই, রোজায় শসা খাওয়ার উপকারিতা সম্পর্কে-

১. সারাদিনের পানির চাহিদা মেটাতে ইফতারিতে একটি বড় শসা চিবিয়ে খান, আরাম পাবেন।

২. যারা রোজায় বাড়তি ওজনের লাগাম টেনে ধরতে চান, ইফতারিতে শসার রস ব্লেন্ড করে খান। এতে ক্ষুধা নিবারণ হয় ও অপরিমিত খাবারের চাহিদা নিয়ন্ত্রণ করা যায়।

৩. ইফতারের পর শরীর যে বাড়তি তাপমাত্রা নিঃসরণ করে, শসা খেলে তা নিয়ন্ত্রণে থাকবে।

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে শসার ভূমিকা অনেক।

৫. শসা শরীরের ইউরিক এসিড নিয়ন্ত্রণ করে কিডনীকে সুস্থ রাখে।

৬. শসার পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আর ম্যাগনেশিয়াম রক্ত চলাচল সচল রাখে।

৭. কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে শসার ভূমিকা আছে।

৮. বাতের ব্যথায় অনেকের নামাজ আদায় করতে কষ্ট হয়। নিয়মিত শসা খেলে অযাচিত ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

৯. গ্যাস্ট্রিকের রোগিদের জন্য শসা দিতে পারে বুক জ্বালা ও পাকস্থলীর এসিডিটি থেকে মুক্তি।

১০. শসায় থাকা ফাইটোনিউট্রিএন্স এবং লিগন্যান্স হৃদরোগের ঝুঁকি কমায়।

কোলেস্টেরল, গ্যাস্ট্রিক কি ডায়াবেটিস সবক্ষেত্রেই শসা অত্যন্ত কার্যকরী। সুতরাং রোজার এই গরমে শসা হোক আপনার প্রতিদিনের ইফতারির সঙ্গী।

সারাবাংলা/এসবিডিই

রোজায় শসার ১০ উপকারিতা

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর