জমকালো আয়োজনে সারা’র প্রথম শাখার উদ্বোধন
১৫ মে ২০১৮ ১৫:২৪
লাইফস্টাইল ডেস্ক ।।
দেশীয় পোশাক শিল্পের ব্র্যান্ড নিয়ে বাজারে আসা ‘সারা লাইফস্টাইল লিমিটেড’ তাদের প্রথম শাখার উদ্বোধন করেছে। শনিবার ১২ মে রাজধানীর মিরপুরে ওই শাখার উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় মিডিয়া ব্যাক্তিত্ব অভিনেত্রী সারা জাকের। নতুন এই ব্র্যান্ডকে শুভকামনা জানাতে সারা’র পোশাক পরে অনুষ্ঠানে আসেন তিনি। সারা’কে অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি বলেন, এখানকার পোশাকের কাপড়ের পাশাপাশি সিউয়িং বা সেলাইও খুব মানসম্মত আরও উপস্থিত ছিলেন অভিনেতা ফারুক হোসেন, মডেল ও অভিনেতা নীরব, সংগীতশিল্পী প্রীতম হাসান, সঙ্গীতশিল্পী জেফার, মডেল শেহতাজ সহ আরও অনেকে। সবাই মিলে ফিতা ও কেক কেটে সারা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সারা বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ভিডিও প্রেজেন্টেশন, সারার নানারকম পোশাক সংগ্রহ নিয়ে ফ্যাশন শো সহ নানা জমকালো আয়োজন দিয়ে সাজানো ছিল এই উদ্বোধনী অনুষ্ঠান। মনোমুগ্ধকর ফ্যাশন শোতে অংশ নেন মডেল দোয়েল, আজিম, অর্ক, ইমাম, ঐশী, আহনাফ, সালমান, এমা, নাহিদ খান, বারিশ হক প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা লাইফস্টাইল লিমিটেড ও স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন নেসা, পরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান, উপ-পরিচালক জাকি হাসান খান, হেড অব ডিজাইনার কাশফীয়া নেহরীনসহ অন্যান্য কর্মকর্তা ও ডিজাইনাররা। অনুষ্ঠান পরিচালনা করেন কাশফীয়া নেহরীন।
ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ সারাবাংলাকে বলেন, বিশ বছর ধরে স্নোটেক্সের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা নিয়ে পোশাক ব্যাবসাকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা লাইফস্টাইল ব্র্যান্ডের যাত্রা শুরু। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সারা’কে অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার স্বপ্নের কথা জানান তিনি।
সাধ্যের মধ্যে মানসম্পন্ন পোশাক কীভাবে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া সম্ভব সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজারে টিকে থাকতে গেলে কম দামে ভালো মানের পণ্য দেওয়ার বিকল্প নাই। একইসাথে পণ্যের গুণগত মানের সাথে কোন ছাড় দেয়না প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক ক্রেতাদের মাঝে এই সুনাম বজায় রেখেই স্নোটেক্স এগিয়েছে বলে জানান তিনি। তাদের লাইফস্টাইল ব্র্যান্ড সার’র জন্যও তাই একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন তিনি। গার্মেন্টস ব্যবসায় নিজেদের অভিজ্ঞতার থেকেই তিনি জানেন কোথায় হাতের মোটামুটি কম দামে ভালো মানের কাঁচামাল পাওয়া যায়।
প্রধান ডিজাইনার কাশফীয়া নেহরীন জানান, বাংলাদেশের পরিবেশ, আবহাওয়া, পছন্দ ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখে পোশাক ডিজাইন করেন তারা। এই আউটলেটে ক্রেতাদের মতামত নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। পোশাকের মান আরও বেশি ক্রেতাবান্ধব করার লক্ষ্যে নিয়মিত সেসব মন্তব্য ডিজাইনারদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জানান তিনি।
উল্লেখ্য ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে তিনটি বড় কারখানার একটি সমন্বিত প্রতিষ্ঠান রূপে। ‘স্নোটেক্স’ ২০০৫ সালে স্নোটেক্স অ্যাপারেলসের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটওয়্যার’ প্রতিষ্ঠা করা হয়। স্নোটেক্স আউটওয়ার গ্রিন ফ্যাক্টরি হিসেবে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেট পায়। ‘সারা লাইফস্টাইল লিমিটেড’-এর মাধ্যমে স্নোটেক্স তাদের প্রথম নিজস্ব রিটেইল ব্র্যান্ড শপ চালু করল।
সারা ব্র্যান্ডের আউটলেটটির ঠিকানা: প্লট নম্বর: ১০, ব্লক নম্বর : ক, সেকশন : ৬, মিরপুর
সারাবাংলা/আরএফ