Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত জাগলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে

লাইফস্টাইল ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ১৪:০৭

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশ পালন করে দিবসটি। যার অন্যতম প্রধান উদেশ্যই থাকে এই রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করা। সম্প্রতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন।

এই ডায়াবেটিস বিভিন্ন কারণে হয়। সম্প্রতি নারীদের ডায়াবেটিস নিয়ে পরিচালিত এক জরিপে দেখা যায় অস্বাস্থ্যকর জীবনযাপনের ফলে নারীদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেড়ে যায়। বিশেষ করে রাত জেগে কাজ করলে ঝুঁকি আরো বাড়ে।চীন ও অষ্ট্রেলিয়ার গবেষকরা বৃটিশ মেডিকেল সাময়িকপত্র বা জার্নালে এই গবেষণাকর্মটি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

গবেষণাটিতে দেখা গেছে, যে নারীরা মাসে অন্তত তিনদিন কিংবা তার বেশি রাতে কাজ করেন তাদের এই রোগের ঝুঁকি বেড়ে যায়। তাছাড়া যে নারীদের ওজন বেশি, ধূমপান করেন, প্রতিদিন অন্তত ৩০ মিনিটের কম ব্যায়াম করেন এবং ফাস্টফুড খান তাদের টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেড়ে যায়।

গবেষকদের দেওয়া তথ্যমতে, রাত জেগে কাজ করা নারীদের ক্ষেত্রে ১৭ ভাগ, অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত নারীদের ক্ষেত্রে ৭১ ভাগ টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাবনা দেখা দেয়। আর যে নারীরা একই সাথে রাত জেগে কাজ ও অস্বাস্থ্যকর কাজ করেন তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ১১ ভাগ।

প্রায় ১ লক্ষ ৪৩ হাজার ৪১০ নার্সের ওপর জরিপ চালানো হয়। নার্সদের কাজের সময়সূচী পরিবর্তিত হয়। ফলে তাদের টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি থাকে বেশি। জরিপের ফলাফলে দেখা যায়, ২২ থেকে ২৪ বছর বয়সী অন্তত ১০ হাজার ৯১৫ নার্স টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত।

বিজ্ঞাপন

Diabetes.co.uk এই ওয়েবসাইটে গবেষণার ফলাফল দেওয়া হয়েছে। এতে নারীদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে বলা হয়, রাত জেগে কাজ করা এবং অস্বাস্থ্যকর, অনিয়ন্ত্রিত জীবনযাপন নারীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।

সারাবাংলা/এসবিডিই

রাত জাগলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে লাইফস্টাইল সুস্থ থাকুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর