সফল হতে হলে আগে স্বপ্ন দেখুন
৩১ মার্চ ২০২৪ ১৭:৩৭
পৃথিবীতে অনেক গুলো সফলতার গল্প আছে। এই গল্প গুলো আপনা হতেই ,গাছ থেকে টুপ করে পড়েই সফল গল্প হয়নি। এর জন্য প্রয়োজন হয়েছে প্রচুর অধ্যবসায়, পরিশ্রম, নিষ্ঠা, ধৈর্য। তাই, সফলতার সিঁড়িতে পা দিতে কিছু মন্ত্র রপ্ত করা উচিত।
স্বপ্ন দেখুন
সফল হওয়ার পেছনে যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো স্বপ্ন। স্বপ্নই মানুষকে লক্ষ্যের দিকে ধাবিত করে। স্বপ্ন না দেখলে লক্ষ্যে পৌঁছানো যাবে না। ব্রায়ান ডায়সন বলেন, “স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন”।
এপিজে আবদুল কালামের মতে, “স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না”
অর্থাৎ ,এখান হতেই পরিশ্রম করার মানসিকতা গড়ে উঠে ।
ওয়াল্টার ডেসনের মতে, “if you can dream it, you can do it” অর্থাৎ তুমি যদি স্বপ্ন দেখতে পারো তাহলে তুমি তা করতে পারো।
যার স্বপ্ন আছে সে তা বাস্তবায়নেও ভূমিকা নিতে পারে এবং শেষ পর্যন্ত যেতে পারে।
বিখ্যাত ব্যক্তিদের মতবাদ থেকে বোঝা যায় স্বপ্ন ভেতর থেকে তাড়না দেয়, সামনের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যোগায়। তাই স্বপ্ন দেখুন বেশি করে।
অ্যাকশন বা কাজে দৃঢ়প্রত্যয়ী হোন।
জীবন যেখানে আছে সেখানে কাজও আছে। সফলতার জন্য প্রয়োজন চিন্তা, পরিকল্পনা ও কাজ। আর কাজ হল সফলতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কাজের মধ্যে ধারাবাহিকতা জরুরী। তাহলেই খুব দ্রুত সফলতার দিগন্ত উন্মোচিত হবে।
উইলিয়াম ল্যাঙ্গলেট বলেছেন, “যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই”।
সফলতা রাতারাতি ধরা দেয় না। সফলতা অর্জনের জন্য প্রয়োজন প্রচেষ্টা, ঝুঁকি নেয়ার মানসিকতা, ইতিবাচক চিন্তা করা এবং যেকোন অনিশ্চিয়তা স্বত্বেও কাজের আগ্রহ বাড়িয়ে তোলা।
ঝড়, বাধা, বিপত্তি অতিক্রম করেই যুগে যুগে বহু গুণীজন সফল হয়েছেন এবং আপনাকেও সমস্ত প্রতিকূলতা সহ্য করে সফলতার পথে অগ্রসর হতে হবে। তবে তার স্বপ্ন দেখুন আগে।
লেখক: সাংবাদিক
সারাবাংলা/এজেডএস