নতুন পুরোনোর মিলমিশ
২৭ নভেম্বর ২০১৭ ১৩:৩৮
আধুনিকতার সাথে তাল মিলিয়ে ঘর সাজাতে গিয়ে আমরা অনেক সময়ই বাদ দেই ঘরের পুরনো আসবাব, যার সাথে হয়তো জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি আর পারিবারিক ঐতিহ্য। গৃহসজ্জাবিদরা বলেন, ঘর সাজানো উচিৎ এমনভাবে যাতে তা দেখেই একজন ব্যক্তির ব্যক্তিত্ব আর জীবনযাপন সম্পর্কে ধারনা পাওয়া যায়। সেক্ষেত্রে ঐতিহ্যকে সরিয়ে ফেলার কোনই প্রয়োজন নেই।
নতুনের সাথে মিলিয়ে মিশিয়ে রাখুন স্মৃতিময় আসবাব, চিত্রকলা বা ঘর সাজানোর উপরকরণ। একটি ঘর শুধুই দামী জিনিসে সাজাতে হবে তাও নয়, নিজের পছন্দকে গুরুত্ব দিয়ে বিভিন্ন দামের জিনিস দিয়েই সাজিয়ে তুলুন গৃহকোণ। সবশেষে ঘরের আসবাবপত্র, রাগস, কুশনকাভার, বালিশের বা পর্দার ক্ষেত্রে একাধিক রঙের সমাহার ঘরের পরিবেশে বৈচিত্রের পাশাপাশি নিয়ে আসবে আন্তরিকতার ছোঁয়া।