Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা কুইক রেসিপি


২১ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৪ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ১৭:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজিয়া রহমান জলি পেশায় একজন চিকিৎসক। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। প্রয়াত ফয়সাল আরেফীন দীপনের স্ত্রী। জলি এখন দীপনের প্রতিষ্ঠিত জাগৃতি প্রকাশনীর দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন ফয়সাল আরেফীন দীপনের স্বপ্নের আলোকে ভিন্নধর্মী বই এর দোকান দীপনপুর। এখানেই আছে একটা ক্যাফে যেখানে রাজিয়া রহমান জলি নিজেও বিভিন্ন আইটেম তৈরি করেন। এই দীপনপুরের কাউন্টারে দাঁড়িয়েই জলি দ্রুত তৈরি করা যায় এমন দুটো খাবার বানিয়ে দেখালেন সারাবাংলার জন্য।

আজ দেখুন, মজাদার ফ্রুট ডিলাইট। সবচাইতে সুবিধার দিক হল, এই খাবারটি তৈরি করতে চুলা কিংবা ওভেনের প্রয়োজন নাই। রেসিপিটি দেখে আসুন আজই বানিয়ে ফেলি মজাদার ফ্রুট ডিলাইট।

বিজ্ঞাপন

https://youtu.be/vfP6s-lMxgA

 

সারাবাংলা/আরএফ

কুইক রেসিপি চুলা ছাড়াই রান্না ডেজার্ট ফ্রুট ডিলাইট মজাদার খাবার