Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোদ থেকে বাঁচতে ব্যবহার করবেন যে ছাতা

ফারহানা নীলা
২১ এপ্রিল ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৭:৪৯

গরমে সুস্থ থাকতে বাইরে বের হলেই সঙ্গে রাখুন ছাতা। মডেল: মুন্নি আক্তার

সময় এখন গ্রীষ্মকাল। আর তাই সূর্যের প্রখরতাও প্রচুর। সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য বেশ ক্ষতিকর। এছাড়াও অত্যধিক রোদ লাগলে হিটস্ট্রোকসহ বিভিন্ন সমস্যা হতে পারে। তাই গরমে সুস্থ থাকতে বাইরে বের হলেই সঙ্গে রাখুন ছাতা।

অনেকেই হয়তো ছাতা ব্যবহার করেন। কিন্তু বিষয়টি হচ্ছে, শুধুমাত্র পছন্দসই স্টাইলিস্ট ছাতা ব্যবহার করলেই হবে না। রোদ থেকে বাঁচতে হলে প্রয়োজন কিছু নির্দিষ্ট রঙের ছাতার ব্যবহার। রোদ থেকে আপনার ত্বককে কতটা আড়ালে রাখবে, সে বিষয়টি অনেকটাই নির্ভর করছে ছাতার রঙের উপর। কিন্তু কোন রঙের ছাতা গরমের মৌসুমে ব্যবহার করা সবচেয়ে উপকারী?

বিজ্ঞাপন

রোদ থেকে বাঁচতে ব্যবহার করুন গাঢ় রঙের ছাতা

বিশেষজ্ঞদের মতে, কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে হলে, ব্যবহার করতে হবে গাঢ় রঙের ছাতা। তবে সে ক্ষেত্রেও কিছু বাছাই আছে। চলুন জেনে নেয়া যাক, কোন রঙ উপকারী।

কালো_

একটা সময় ছিলো, যখন শুধুমাত্র কালো রঙের ছাতাই পাওয়া যেত। কিন্তু সময়ের পালাবদলে পরিবর্তন হয়েছে মানুষের পছন্দ। পন্যেও এসেছে নতুনত্ব। আর তাই বাহারি স্টাইলের ও বাহারি রঙের ছাতা ব্যবহারে আগ্রহী হয়ে উঠেন সকলে। আর তখন, পুরোনো সেই কালো রঙটাকে এড়িয়ে চলেন সবাই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, রোদ থেকে বাঁচতে কালো রঙের ছাতা সবচেয়ে বেশি উপকারী। কালো রঙের ছাতা সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে এই কালো রঙের ছাতা।

উজ্জ্বল নীল_

কালোর প্রতি আপনার খুব অতৃপ্তি থাকলে, বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন নীল রঙের ছাতা। রঙটা উজ্জ্বল নীল হলে, আপনার ত্বক পর্যন্ত রোদকে যেতে একটু বাধা দিবে। গরমে যাদের হালকা এলার্জির সমস্যা থাকে, তাদের জন্য এটি উপকারী।

বিজ্ঞাপন

বাদামি_

হাতের কাছে যদি নীল বা কালো না পান, সবশেষ বিকল্প হিসেবে নেয়া যেতে পারে বাদামি রঙের ছাতা। মনে রাখবেন, ছাতার রং যত বেশি হালকা হবে, ততই বেশি গায়ে রোদ লাগবে। তবে গরমে বাইরে বের হওয়ার সময় সাদা রঙের ছাতা কিংবা হালকা রঙের ছাতা ব্যবহার করা একেবারেই সঠিক নয়।

এতো গেলো রঙের বিষয়। চলুন এবার জেনে নেয়া যাক ছাতা কিনতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখবেন। শুধু মাত্র ডিজাইন ও প্রয়োজনীয় রং দেখে নিলেই হবেনা। আর তাই পুরো গরমে সহজেই যাতে ব্যবহার করতে পারেন, তেমন কিছু বিষয় খেয়াল করে ছাতা কিনুন।

কেমন হবে ছাতার কাপড়_

ছাতা কেনার সময় এর কাপড় দেখে কিনবেন। বিভিন্ন কাপড়ের ছাতা পাওয়া যায় বাজারে। তবে প্যারাসুটের কাপড় দিয়ে তৈরি ছাতাগুলো ভালো মানের। এই ধরনের কাপড় সহজে ছিদ্র হয় না। এবং ব্যবহার করা যায় দীর্ঘদিন। এছাড়া কিছু ছাতা দুই স্তরের কাপড় দিয়ে ব্যবহার করা হয়। এক্ষেত্রে রোদ-বাদলের দিনগুলোতে ছাতার বাইরের কাপড় গরম কিংবা ভেজা থাকলেও ভেতরের কাপড় একই রকম থেকে যায়। এরকম কাপড় পর্যবেক্ষণ করে ছাতা কিনবেন।

ছাতার শিক_

ছাতার গুরুত্বপূর্ণ উপাদান শিক। শিক যদি কম থাকে অথবা নিম্নমানের হয় তাহলে হালকা বৃষ্টি কিংবা তুফানে ছাতা উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিক যতো বেশি থাকবে ছাতা তত মজবুত হবে। শিকের ক্ষেত্রে আরেকটি বিষয় হলো স্টিলের শিক ভেজা থাকলে মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। স্টেইনলেস স্টিলের শিক, অ্যালুমিনিয়ামের শিকগুলো বেশ উন্নত মানের। তাছাড়াও শিকের সাথে ফাইবার সংযুক্ত করে দেওয়া ছাতাগুলোও টেকসই। এই ধরনের শিকগুলোতে সহজে মরিচা পড়ে না। শুধুমাত্র রোদের থেকে বাঁচতে ৬-৮ শিকের ছাতা ব্যবহার করা যায়। তবে হঠাৎ বৃষ্টির কথা মাথায় রেখে ১০ শিকের ছাতা কেনা ভালো। এটি দীর্ঘস্থায়ী হয়ে থাকে। প্রচন্ড বাতাস কিংবা ঝড়-বৃষ্টিতেও এই ছাতা উল্টে যাওয়ার ভয় থাকে না।

ছাতার হাতল_

ছাতার হাতল যেনো টেকসই এবং মজবুত হয়, সেটি দেখে কিনুন। একটি ছাতা ব্যবহার করে তখনই আরাম পাওয়া যায় যখন ছাতার হাতল মজবুত থাকে এবং ধরে তৃপ্তি হয়। কিছু ছাতা রয়েছে যেগুলোতে কাঠের হাতল ব্যবহার করা হয়। এ ধরনের হাতল ভিজে গেলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। প্লাস্টিকের হাতলগুলো টেকসই, পাতলা এবং মজবুত।

সেলাই_

ছাতার ভেতরের সবগুলো রড ঠিকমতো সেলাই করা আছে কি-না, তা বারবার খুলে ও বন্ধ করে দেখে নিন। অনেক সময় দূর্বল সেলাই থাকে। দুই লেনের সেলাই দেখে ছাতা কিনুন।

ছাতার বাটন_

বর্তমানে টিপ বাটনের ছাতাই বেশি চলছে। সেক্ষেত্রে বাটনটি ঠিকমতো কাজ করে কি-না, তা যাচাই করে নিন। হঠাৎ কোনো পরিস্থিতিতে আপনি চেষ্টা করেও ছাতা খুলতে পারলেন না। কিংবা বন্ধ করতে পারলেননা। এমন পরিস্থিতিগুলো খুবই অস্বস্তিকর। তাই নিজের ছাতাটি, নিজ হাতেই বাটন টিপ দিয়ে পর্যবেক্ষণ করে তবেই কিনুন।

কোন আকৃতির ছাতা নিবেন_

এখন বাজারে বিভিন্ন রঙের ছোট-বড়, মাঝারি আকৃতির ছাতা পাওয়া যায়। এমনকি ছেলে, মেয়ে, বয়স্কদের জন্যও রয়েছে মনকাড়া আলাদা নকশার ছাতা। সবাই ছোটো ছাতা ব্যবহার করতেই স্বাচ্ছন্দ বোধ করে বেশি। যেটি তিন ভাজের ছাতা। মেয়েরা সহজেই ভ্যানিটি ব্যাগে রাখতে পারেন। মাঝারি আকৃতির ছাতা আছে। ব্যাগপ্যাক ব্যবহার করেন যারা, তারা মাঝারি আকৃতির ছাতা নিতে পারেন। হাতে রাখার সুবিধার্থে বড় আকৃতির ছাতাও ব্যবহার করা যেতে পারে।

মোট কথা দেখে বুঝে ছাতা কিনুন। নিজে ঠিক থাকুন। ত্বক ঠিক রাখুন।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর