Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালবাসার অষ্টপ্রহর

আব্দুল আউয়াল
২৬ আগস্ট ২০২৫ ১৭:২৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৭:৪৪

উর্দ্ধ আকাশ নীল নকশা মাখা
সমুদ্রের নীল জলরাশি
মরুভুমির বালুর চর, পাহাড়ের ঝর্না ধারা
জোস্না ভরা তারা
তোমাকে ভালবাসি আমি
তুমি আমার ভালবাসার অষ্টপ্রহর।

উর্দ্ধ আকাশ নীল নকশা মাখা
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্ররাজি
বায়ু মন্ডল গগণে সন্ধ্যা-রজনী, বাতাসে বেগের তরঙ্গ
বিজলী চমকানো আলোকরাশি
তোমাকে ভালবাসি আমি
তুমি আমার ভালবাসার অষ্টপ্রহর।

উর্দ্ধ আকাশ নীল নকশা মাখা
পৃথিবীর সবুজ অরণ্য
গাছ-গাছালি তরু-লতা, বন্য যতশত প্রাণি
কোলাহল গ্রামখানি
তোমাকে ভালবাসি আমি
ভালবাসার সবুজ প্রহর তুমি।

উর্দ্ধ আকাশ নীল নকশা মাখা
দিন দুপুর উজ্জল জ্যোতি
শহর নগর ব্যস্ত যানজট, গাড়ী-ঘুরা চলাচলের চিত্রংকন
তোমাকে ভালবাসি আমি
ভালবাসার নীল প্রহর তুমি।

বিজ্ঞাপন

উর্দ্ধ আকাশ নীল নকশা মাখা
নীচু জমিনের পাতালপুরী
নরক কিংবা স্বর্গের মোমবাতি
চৈত্র মাসে চরম তাপপ্রবাহ
তোমাকে ভালবাসি আমি
ভালবাসার নীল প্রহর তুমি।

সারাবাংলা/ইএইচটি/এএসজি

আব্দুল আউয়াল ভালবাসার অষ্টপ্রহর

বিজ্ঞাপন

ভালবাসার অষ্টপ্রহর
২৬ আগস্ট ২০২৫ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর