Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় খায়রুল বাবুইয়ের ‘ঘোড়ার ডিমের ছাই’


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪২ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় তরুণ লেখক খায়রুল বাবুইয়ের কিশোর গল্পের বই ‘ঘোড়ার ডিমের ছাই’।

বইটিতে রয়েছে ভিন্ন স্বাদের আটটি গল্প। গল্পগুলোর শিরোনাম তেলের তেলেসমাতি, ঘাসটা ফড়িং হয়ে উড়ে গেল, ভূত-রাজার বুদ্ধি, বুকশেলফটা হাসছে, অপেক্ষা, ৯ বড় নয়, ঘোড়ার ডিমের ছাই এবং মায়ের মুখ।

নতুন বই প্রসঙ্গে খায়রুল বাবুই বলেন, দীর্ঘদিন ধরে নানা ধরণ ও আঙ্গিকের লেখা লিখছি। বড়দের পাশাপাশি নিয়মিত লিখছি শিশু-কিশোরদের জন্যও। রঙিন-স্বপ্নময় দুরন্ত শৈশব-কৈশোর কমবেশি আমাদের সবারই আছে। তাই ‘ঘোড়ার ডিমের ছাই’ বইটি সব বয়সের পাঠকের পাঠ-উপযোগী। কোনো গল্প পাঠকের ভাবনার দুয়ার খুলে দেবে, কোনোটি শানিত করবে বুদ্ধিকে আবার কোনোটি রঙিন করবে কল্পনার জগত।’

বিজ্ঞাপন

বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন কুতুবুল ইসলাম অভি। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলায় ইত্যাদির প্যাভিলিয়ন নম্বর ১০। ‘ঘোড়ার ডিমের ছাই’ বইটির দাম ১৬০ টাকা।

অমর একুশে বইমেলা ২০২০ খায়রুল বাবুই নতুন বই নতুন বইয়ের মলাট বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর