Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক প্রেক্ষাপটে জয়দীপ দে’র উপন্যাস ‘কাসিদ’


১০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫১

বইমেলায় প্রকাশিত হয়েছে জয়দীপ দে’র উপন্যাস ‘কাসিদ’। ঐতিহাসিক প্রেক্ষপটকে উপজীব্য করে লেখা উপন্যাসটি প্রকাশ করেছে দেশ পাবেলিকেশন্স।

পলাশী যুদ্ধ। কেবল একটা যুদ্ধ নয়, ইতিহাসের বাঁক ফেরানোর একটি ঘটনা। যে ঘটনায় পাল্টে দিল পুরো ভূ-ভারতের ভাগ্য। রাজা রাজাকে হারায়। রাজপাটে যায়। কিন্তু পলাশীতে হলো ভিন্ন ঘটনা। নবাবের অর্ধলক্ষ সৈনিকের মুখোমুখি হাজার মাইল দূর থেকে ভাগ্যান্বেষণে আসা বণিকদের ভাড়াটে সৈন্যদের একটা ছোট্টবাহিনী। সংখ্যায় মাত্র ৩ হাজার।

বিজ্ঞাপন

কিন্তু ছোট্ট এই দলের সামনে ৮ ঘন্টা টিকে থাকতে পারল না নবাবের অর্ধলক্ষ সৈন্য। সব দায় কি চক্রান্তকারীদের? নাকি বিটুইন দ্য লাইনসে আরো কিছু আছে।

সেই সব প্রশ্নের উত্তর মেলাতে গিয়ে ইতিহাসের তোশাখানায় প্রবেশ। দীর্ঘদিন ধরে অনাদরে পড়ে থাকা ধূলিমলিন সূত্রগুলো ধরে এগুবার চেষ্টা। অনেক অমীমাংসিত প্রশ্ন সামনে।

বইয়ের প্রচ্ছদ করেছেন তৌফিকুর রহমান। গায়ের মূল্য ৫০০ টাকা।

কাসিদ জয়দীপ দে দেশ পাবলিকেশন্স নতুন বইয়ের মলাট প্রাণের মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর