Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলতামিশ নাবিলের চলচ্চিত্র বিষয়ক বই ‘লুমিয়ের থেকে হীরালাল’


১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩১ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস ও অগ্রগতি নিয়ে লেখক মুহাম্মাদ আলতামিশ নাবিলের গবেষণাগ্রন্থ ‘লুমিয়ের থেকে হীরালাল’। অমর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হয়েছে ছায়াবীথি প্রকাশনী থেকে।

বিশ্বজুড়ে চলচ্চিত্রের প্রথম সফল প্রদর্শক নির্মাতা লুমিয়ের ভ্রাতৃদ্বয় এবং ভারতবর্ষের সিনেমা সত্যিকার যার হাত ধরে প্রথম এসেছে সেই হীরালাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বইটির নামকরণ করা হয়েছে।

বইটিকে বলা হচ্ছে বিশ্ব চলচ্চিত্র ইতিহাস- অগ্রগতির সহজপাঠ। এতে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস অগ্রগতির একেবারেই প্রাথমিক তথ্যাবলী নিয়ে লেখা হয়েছে এবং এর পাঠক শুধুই চলচ্চিত্রে আগ্রহী সাধারণেরা। বইটি পড়ে পাঠকদের কাছে সিনেমা শুধু বিনোদনের বিষয়বস্তু নয়, কিছুটা ভাবনারও খোরাক জোগাবে।

বিজ্ঞাপন

আলতামিশ নাবিল নিয়মিত লেখালেখি ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করে থাকেন। এটি তার দ্বিতীয় বই। এর আগে তিনি প্রকাশ করেছেন সত্যজিৎ রায়ের চলচ্চিত্রকর্মের উপর গবেষণাগ্রন্থ ‘মহারাজা তোমারে সেলাম’।

‘লুমিয়ের থেকে হীরালাল’ বইটির প্রচ্ছদ এঁকেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। বইমেলায় ছায়াবীথি প্রকাশনীতে (সোহরাওয়ার্দী উদ্যান, স্টল নং ২৮০-২৮২) বইটি পাওয়া যাচ্ছে।

আলতামিশ নাবিল নতুন বইয়ের মলাট প্রাণের মেলা বইমেলা লুমিয়ের থেকে হীরালাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর