Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাতেমা আবেদীনের গল্পগ্রন্থ ‘মৃত অ্যালবাট্রস চোখ’


১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:৫৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে গল্প সংকলন ‘মৃত অ্যালবাট্রস চোখ’। নাজলা নামে লেখক বেশি পরিচিত হলে ও শুধু ফাতেমা আবেদীন নামে প্রকাশিত হয়েছে বই।

বইটিতে ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত লেখা ১০টি ছোটগল্প রয়েছে!  মানুষের যাপিত জীবনের সম্পর্কই প্রাধান্য পেয়েছে বইয়ের প্রতিটি গল্পে!

এখানে কোথাও চরিত্ররা খেই হারিয়ে ফেলে যাপিত জীবনের জৌলুসে। কোথাও নুন আনতে পান্তা ফুরিয়েছে। কখনো নিঃসঙ্গ মানুষের সঙ্গী হয়ে আসে মোবাইল অ্যাপস!

বইটির কোনো গল্পই চলমান জীবনের বাইরে না। বাবা-সন্তানের অবিশ্বাস্য সম্পর্ক চিত্রিত হয়েছে যেমন তেমনি সংসারে স্বামী-স্ত্রীর জটিলতা, নিসন্তান দম্পতির হাহাকার, মৃত মানুষের জন্য শোক কিংবা হারিয়ে যাওয়া প্রেমিকের জন্য কান্নার মতো অসংখ্য দৃশ্য মুদ্রণ করার চেষ্টা করেছেন লেখক।

বিজ্ঞাপন

নতুন বইয়ের মলাট প্রাণের মেলা বইমেলা মৃত অ্যালবাট্রস চোখ

বিজ্ঞাপন

আহারে জীবন
২৭ জুলাই ২০২৫ ১৭:১৬

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর