Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রন্থমেলায় মশিউর রহমান শান্ত’র দুই বই


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪২

অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক মশিউর রহমান শান্তর নতুন দুটি উপন্যাস ‘রেডিও জকি’ এবং ‘ট্রেন টু কাশ্মীর’।

বর্ষা দুপুর থেকে প্রকাশ হয়েছে রেডিও জকি। উপন্যাসটিতে দেখা যায় একজন মধ্যবিত্ত পরিবারের ছেলের রেডিও জকি হবার স্বপ্ন পূরণ একই সাথে ঘুরে দাঁড়ানোর গল্প। একই সাথে বইটিতে বেশ কিছু টিপস রয়েছে। ভালো উচ্চারণ, মুখের ব্যায়াম থেকে শুরু করে আরো অনেক কিছু নিয়েই বই রেডিও জকি পাওয়া যাবে বর্ষা দুপুরের ২৩৬,২৩৭ এবং ২৩৮ নাম্বার স্টলে।

বিজ্ঞাপন

ট্রেন টু কাশ্মীর মূলত ভ্রমণ কাহিনী। কিন্তু ভ্রমণ কাহিনী হলেও ফারহিন শাহ নামক এক কাশ্মীরী কন্যাকে নিয়ে দুর্দান্ত এক গল্প বলতে চেয়েছেন লেখক। এক দিকে কাশ্মীরের সৌন্দর্য অপরদিকে এক কাশ্মীরী কন্যার সাথে বাঙালি এক যুবকের প্রেম। অতঃপর প্রেম থেকেই গল্পের মোড় ঘুরতে থাকে। আর প্রসঙ্গক্রমেই চলে আসে ভুটান ভ্রমণ। সবকিছু মিলিয়ে অন্যরকম এক উপন্যাস হল ট্রেন টু কাশ্মীর। ট্রেন টু কাশ্মীর পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরী পাবলিকেশন্স এর প্যাভিলিয়ন ১৯ এ।

নতুন বইয়ের মলাট বইমেলা ২০২০ মশিউর রহমান শান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর