Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় রণজিৎ সরকারের নতুন ১০ বই


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একুশে বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের ১০টি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে টাঙ্গন প্রকাশন থেকে এসেছে উপন্যাস প্রেমভূমির নিমন্ত্রণলিপি। বইটি পাওয়া মেলায় পাওয়া যাবে ৫২৪ নম্বর স্টলে।

অধ্যয়ন থেকে এসেছে কিশোর উপন্যাস স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে লেখা এ উপন্যাস। বিদেশে থেকেও জন্মভূমি বাংলাদেশের প্রতি যে দেশপ্রেম ধারণ করে তা ফুটিয়ে উঠেছে একজন কিশোর মনে। বইটি মেলায় পাওয়া যাচ্ছে তাম্রলিপির ১৭ নং প্যাভিলিয়নে।

মনন প্রকাশন থেকে এসেছে চারটি বই। বঙ্গবন্ধুর উপরে লেখা- ছোটদের বইয়ের বন্ধু বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জীবদ্দশায় প্রচুর বই পড়তেন। তার এই বইপড়ার ঘটনাগুলো গল্পের মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে।
ইংরেজিতে লেখা বই গোয়িং টু স্কুল উইথ মম। বইটি শিশুরা মায়ের সাথে স্কুলে যেতে আনন্দ পায় এবং স্কুলে যাওয়ার পথে তারা কত রকমের ঘটনা দেখতে পায়। সে ঘটনাগুলো দেখে তাদের মনে প্রশ্ন জাগে। তখন তারা উত্তর জানতে চায় মায়ের কাছে। মা সঠিক উত্তরের মাধ্যমে সন্তানকে শেখায়।
আরেকটি বইয়ের নাম ‘পরীর নৌকা’। বইগুলো পাওয়া যাবে মনন প্রকাশনের ৩৫৪-৩৫৬ স্টলে।

বিজ্ঞাপন

জ্ঞানজ্যোতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তিনটি বই। শতবর্ষে বঙ্গবন্ধু -শিশু কিশোরদের গল্পে গল্পে বঙ্গবন্ধু। বইটিতে বঙ্গবন্ধু শৈশব থেকে মৃত্যুপর্যন্ত তার জীবনকর্ম সম্পর্কে শিশু কিশোরদের জন্য উপযোগী করে গল্পে গল্পে বর্ণনা করা হয়েছে।

সুমনার সারপ্রাইজ নামের বইটিতে একজন মেধাবী ছাত্রী কিভাবে সব কিছুইতে অংশ গ্রহণ করে সাফল্যের সাথে বাবা মাকে সারপ্রাইজ দেয়, বিষয়গুলো তুলে ধরা হয়েছে গল্পে গল্পে।

টাপুরটুপুর থেকে এসেছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আরও একটি বই। বইটির নাম শেখ মুজিবকে জানা ছবি আঁকে মনা। বইটিতে বঙ্গবন্ধুর বিশেষ কর্ম গল্প ও ছবি আঁকার মাধ্যমে তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাবে শিশুচত্বরের ৮১৩ নম্বর স্টলে।

নতুন বইয়ের মলাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর