রয় অঞ্জন এর ‘রবি বাউলের শান্তিনিকেতন’
১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১১
‘খোয়াই’ এর রাংগা মাটির আর ধুলো-ওড়া লাল মাটির সড়ক। একপাশে ক্ষীণ অথচ স্রোতস্বিনী, খোয়াই নদী।সন্ধ্যা নামতেই বাঁশ বাগানের আড়াল থেকে রাঙ্গা মাটি আর সোনালুর রঙের মিশেল নিয়ে আকাশে উঠে আসে একফালি চাঁদ।’এমনই এক আবেশময় দৃশ্য! মায়া জড়ানো কথার বর্ননা পাওয়া যায় রয় অঞ্জনের লেখা এবারে একুশের গ্রন্থ মেলায় আসা’ রবি বাউলের শান্তিনিকেতন ‘ বইতে।
শান্তিনিকেতনে লেখক বারবার ছুটে গেছেন মনের টানে, রবিঠাকুরের মায়ায়। এমনকি সেখানকার ‘দোল উৎসব’, ‘পৌষ মেলা’, সবকিছুতেই তার প্রাঞ্জল উপস্থিতি। লেখার মাধ্যমে পাঠকরাও যেন সেইসব দেখার স্বাদ পায় অনেকটাই, মলাটের ভেতর আবেশের চোখে দেখতে পান গোটা শান্তিনিকেতনকে। লেখকের প্রয়াসও তাই।
বইটি প্রকাশ করেছে ভাষাচিত্র প্রকাশনী, একুশে গ্রন্থমেলার ১৬৭ থেকে ১৭০ নাম্বার ষ্টলে এবং চট্টগ্রাম বইমেলায়ও ভাষাচিত্রের স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী বিপুল শাহ।