Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় ডা. লুনা পারভীনের দুই বই


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৪:৫৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৭

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শিশু চিকিৎসক ডা. লুনা পারভীনের নতুন বই শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা। বইটি প্রকাশ করেছে, পেন্সিল পাবলিকেশন। বইটির প্রচ্ছদ করেছেন, এনায়েত ইসলাম রুমি।

বইটিতে রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে কোন আলোচনা হয়নি। মায়েরা শিশুর রোগ ও চিকিৎসা নিয়ে যে সব ভুল ধারণা পোষণ করেন তার উপর আলোকপাত করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা ও মায়েদের একটা নির্দেশনা পাওয়া যাবে এই বইয়ে।

বিজ্ঞাপন

বইমেলায় পেন্সিল পাবলিকেশনের ৩১৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

লুনা পারভীনের আরো একটি কবিতাসংকলন পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। ‘একমুঠো রোদ্দুর তোমার জানালায়’ শিরোনামের বইটি প্রকাশ করেছে আনন্দম প্রকাশনী। প্রচ্ছদ করেছেন এনায়েত ইসলাম রুমি।

আনন্দম প্রকাশনীর ৬৯৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

নতুন বইয়ের মলাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর