Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাডেট কলেজ ক্লাবের লিট সোসাইটির দুই প্রকাশনার মোড়ক উন্মোচন


২২ ফেব্রুয়ারি ২০২০ ১১:১৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৮:৩৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ক্যাডেট কলেজ ক্লাবে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে লিট সোসাইটির দুটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। ক্যাডেট কলেজ ক্লাবের পৃষ্ঠপোষকতায় ক্লাবের লিটারেরি সোসাইটির দ্বিতীয় ও তৃতীয় সাহিত্য সাময়িকী English Anthology এবং ক্যাডেটকথা নামক দুটো সংকলনের মোড়ক উন্মোচন করেন খ্যাতিমান নাট্যকার মামুনুর রশীদ।

এর আগে সকাল দশটায় ক্লাব প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হয় মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন। ক্লাব নির্বাহী কমিটি ও বারোটি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর শুরু হয় বইমেলা। প্রাক্তন ক্যাডেট এবং তাদের পরিবারের সদস্যদের লেখা বই স্থান পায় মেলায়। ক্লাব সভাপতি নাসের জায়েদী প্রধান অতিথি নাট্যকার মামুনুর রশীদকে নিয়ে বইমেলার সূচনা করেন।

পরবর্তী পর্বে কী লিখি, কেন লিখি শীর্ষক লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়।

এছাড়া কবিতা পাঠ, স্বরচিত কবিতা আবৃত্তি, দেশের গান এসবের মধ্য দিয়ে বিকেল পর্যন্ত চলে একুশ উদযাপনের নানা আয়োজন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর