Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় এলো শিশুদের জন্য নতুন পত্রিকা রূপকথা

সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৭

অনেক জল্পনা কল্পনা আর ঝড় ঝাপটা পেরিয়ে ছেলেবেলার সেই পুরোনো নাম- পুরোনো স্বপ্ন একটি শিশু-কিশোর পত্রিকা প্রকাশের দিন সামনেই হুড়মুড় করে হাজির হয়েছে ফের। সারারাত কী বোর্ড মাউসে লেগে থাকা, এরপর আর্টিস্টদের কাছে ধর্না দেওয়া শেষে প্রিয়- রূপকথা এখন প্রেস, বাঁধাইখানার বেড়া পেরিয়ে এলো অমর একুশে গ্রন্থমেলা ২০২৩-এ।

চাররঙের নানান ধরনের লেখা নানান রূপে সাজানো হয়েছে। মনকাড়া প্রচ্ছদের কারিগর মাসুদুর রহমান। ভেতরে লীলা মজুমদারের বিশেষ রচনা ‘কেন লিখি ছোটদের জন্য’ দিয়ে পত্রিকার রচনাক্রম সাজানো হয়েছে। রয়েছে ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দির ‘প্রেরণার মিনার : আমাদের শহীদ মিনার’ নিয়ে বিশেষ নিবন্ধ, চিরায়ত গল্প ছাপা হয়েছে শিশু-কিশোরদের ভিষন প্রিয় লেখক শাহরিয়ার কবির-এর ‘পল গোমেজের বাবা’।

বিজ্ঞাপন

বিশেষ আকর্ষন রয়েছে বিনয় মজুমদারের একগুচ্ছ লিমেরিক। এছাড়া রয়েছে অসংখ্য ছড়া-পদ্য, রূপকথা, নতুন নতুন গল্প, মজার মজার প্রবন্ধ, কমিকস এবং বইপাঠ বিভাগ। লেখক তালিকাও বেশ দীর্ঘ- জাহীদ রেজা নূর, বিশ্বজিৎ সেন, দেবজ্যোতি ভট্টাচার্য, হেনা সুলতানা, হিমেল বরকত, জসীম মেহবুব, এন জুলফিকার, সুদেষ্ণা ঘোষ, সনজিৎ দে, অদ্বৈত মারুত, অলকানন্দা প্রমুখ। পত্রিকাটির সূচি দেখলেই বড়রা চলে যাবেন তার শৈশবে আর ছোটরা চোখ মেলে থাকবে অবাক হয়ে। আরে আরে এ যে সেই পঙ্খিরাজ ঘোড়া বাবা-মা আর ঠাকুরমা-ঠাকুরদা যে গল্প করতো রাতে শুয়ে শুয়ে। এ যে সেই গল্পের পঙ্খিরাজ।

ইশরাত জাহান কাঁকন, রাজীব দত্ত, জাহিদ হোসেন, সানজি সুলতানা এবং মাইশা তাবাসসুম পত্রিকার ভেতরে নানান রঙে রঙে লেখার সঙ্গে অলংকরণ করেছেন। ৮০ পৃষ্ঠার ম্যাগাজিন সাইজের পত্রিকাটির দাম রাখা হয়েছে মাত্র ১০০ টাকা। পত্রিকাটি বইমেলায় পাওয়া যাচ্ছে ‘জনান্তিক’-এর স্টলে। অনলাইনে পাবেন প্রথমা ডট কম-এ। সুদৃশ্য এই পত্রিকাটি সম্পাদনা করেছেনÑ এহসান হায়দার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বইমেলা ২০২৩ রূপকথা

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর