‘শেখ হাসিনা: বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক আর্টক্যাম্প
২৩ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৮
২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন। এই উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘শেখ হাসিনা: বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক এক আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে। ২২-২৩ সেপ্টেম্বর একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় দুইদিনব্যাপী এই আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন ৭৫জন নারী শিল্পী।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা ও পরিকল্পনায় দুই দিনব্যাপী আর্টক্যাম্পে শিল্পী ফরিদা জামান, শিল্পী নাইমা হক, শিল্পী রোকেয়া সুলতানা, শিল্পী কুহু প্লামনডন, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী আইভি জামান, শিল্পী ফারজানা আহমেদ শান্তা, শিল্পী সীমা ইসলাম, শিল্পী জয়া শাহরীন হক এবং শিল্পী সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম)সহ ৭৫জন নারী শিল্পী অংশগ্রহণ করেছেন।
একাডেমির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, দুই দিনব্যাপী এই আর্টক্যাম্পের চিত্রকর্ম নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে একাডেমির জাতীয় চিত্রশালার ১ নং গ্যালারীতে মাসব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
সারাবাংলা/এএসজি
‘শেখ হাসিনা: বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক আর্টক্যাম্প জাতীয় চিত্রশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী