Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধান রিবেরুর নতুন বই ‘চলচ্চিত্র বোধিনী’


৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২২ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৫১

প্রাণের মেলা ডেস্ক ।।

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরুর প্রবন্ধের বই ‘চলচ্চিত্র বোধিনী’। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। এটি লেখকের চলচ্চিত্র বিষয়ক ষষ্ঠ গ্রন্থ।

বইটির তিনটি আলাদা অধ্যায়ে আছে মোট দশটি প্রবন্ধ। প্রথম অধ্যায়ে আছে জাতীয় চলচ্চিত্রের ধারণা এবং এর আলোকে ঢালিউড, বলিউড ও হলিউডকে নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ। দ্বিতীয় অধ্যায়ে আছে সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ক তাত্ত্বিক ও ইতিহাসনির্ভর প্রবন্ধ। তৃতীয় অধ্যায়ে রয়েছে চলচ্চিত্র আন্দোলন ও পর্নোগ্রাফির ইশতেহার নিয়ে আলোচনা।

বাংলা একাডেমির উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানে কথাপ্রকাশের ১৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ সংকলনটি। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

‘চলচ্চিত্র বোধিনী’ ছাড়াও ‌‘চলচ্চিত্র পাঠ সহায়িকা’, ‘চলচ্চিত্র বিচার’, ‘বলিউড বাহাস’, ‘বাংলাদেশের চলচ্চিত্র’ ও ‘উসমান সেমবেনের চলচ্চিত্র হালা’ বিধান রিবেরুর উল্লেখযোগ্য গ্রন্থ।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর