Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই ভাষায় অহ নওরোজের কাব্যগ্রন্থ ‘অতিলৌকিক কবিতাসমূহ’


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৯

সাহিত্য ডেস্ক ।।

অমর একুশে গ্রন্থমেলায় একই সাথে বাংলা ও জার্মান ভাষায় প্রকাশিত হয়েছে অহ নওরোজের তৃতীয় কাব্যগ্রন্থ ‘অতিলৌকিক কবিতাসমূহ’। বইটি প্রকাশ করেছে ‘অনুবাদ’।

বইয়ের কবিতাগুলো জার্মানে অনুবাদ করেছেন গ্যোয়েথে ইনিস্টিউট বাংলাদেশ-এর জার্মান শিক্ষক ও লেখক হেমায়েত মাতুব্বর এবং সম্পাদনা করেছেন জার্মান সম্পাদক এবং লেখক স্যালোমে যুকা।

একই সাথে বাংলা ও জার্মান ভাষায় কবিতা প্রকাশ সম্পর্কে জানতে চাইলে কবি অহ নওরোজ বলেন, আমি জার্মান শিখছি বেশ অনেকদিন হলো। সেই সূত্রে হেমায়েত মাতুব্বরের সাথে পরিচিত হই। তিনি আমার কবিতা পড়ে জার্মানে তর্জমা করার ইচ্ছা প্রকাশ করেন। সেখান থেকেই এই পরিকল্পনা। এরপর আমাদের জার্মান বন্ধু স্যালোমে আমাদেরকে উৎসাহ দিলে আমরা পুরোপুরি নেমে পড়ি।’

বইমেলায় ‘অনুবাদ’-এর পরিবেশক কাগজ প্রকাশন-এর ৩৭৩-৩৭৪ নম্বর স্টলে ‘অতিলৌকিক কবিতাসমূহ’ পাওয়া যাবে।

সারাবাংলা/পিএম

অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর