বইমেলায় আরিয়ানার গল্পগ্রন্থ ‘অদৃশ্য ছায়া’
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৬
।। সারাবাংলা ডেস্ক ।।
আরিয়ানা খন্দকার, বয়স মাত্র ১২ বছর। সেন্ট পিটারস স্কুল অফ লন্ডন -এ গ্রেড-৪ এর ছাত্রী সে। আগামী ২১ ফেব্রুয়ারি, অমর একুশে গ্রন্থমেলায় বর্ণপ্রকাশ লিমিটেড থেকে প্রকাশিত হতে যাচ্ছে, আরিয়ানার লেখা দ্বিতীয় গল্পের বই ‘অদৃশ্য ছায়া’ ‘Invisible Shadow’। বইটিতে মোট ৮ টি গল্প রয়েছে, বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই।
আরিয়ানা তার ভাবনার জগৎ এবং স্বপ্ন দেখা থেকেই গল্পগুলো সাজিয়েছে। গল্পগুলোর মধ্যে আনন্দ, ভৌতিকতা, নৈতিক শিক্ষা, বন্ধুত্ব ইত্যাদি বিষয় উঠে এসেছে।
গত বছর গ্রন্থমেলায় প্রকাশিত হয়, আরিয়ানার প্রথম গল্পের বই ‘An Ant Climbed A Hill To Die’। ছোটবেলা থেকে সে প্রতি রাতে যে স্বপ্নগুলো দেখতো, তা সে একটি ডাইরিতে লিখে রাখতো। তার প্রথম বইটিতে, তার দেখা বিভিন্ন স্বপ্নগুলোই গল্প আকারে প্রকাশিত হয়েছে।
পারিবারিকভাবেই লেখালেখির অভ্যাসটা পাওয়া। বাবা-দাদা তারাও লেখালেখির সাথে জড়িত আছে। আরিয়ানার বাবা, খন্দকার এনামুল হক একজন গ্রাফিক্স ডিজাইনার ও লেখক। মা মেরিনা জাহান চাকুরীজীবী।
আরিয়ানা ভবিষ্যতে লেখালেখির সাথে জড়িত থাকতে চায়। তার ইচ্ছে প্রতিবছরই একটি করে বই বের করবে। মজার মজার বিষয় নিয়ে, গল্প লিখবে। আরিয়ানা সবার কাছে দোয়া প্রার্থী। অমর একুশে গ্রন্থমেলায় পারিজাত প্রকাশনীর ২০৬-২০৭ নং স্টলে আরিয়ানার বই পাওয়া যাবে।
সারাবাংলা/আরএ/এনএইচ