Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় জামশেদ নাজিমের উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’


১২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:১৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:০০

প্রাণের মেলা ডেস্ক ।।

এবারের একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জামশেদ নাজিমের উপন্যাস ‘গল্পটির বাকি অংশ’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

পেশায় সাংবাদিক হলেও জামশেদ নাজিম মৌলিক লেখালেখিও করেন। মূলত পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সমাজের নানান অসঙ্গতি ও অবক্ষয়ের মুখোমুখি হতে হয় তাকে। সেসব ঘটনাগুলোরই কিছুটা ‘গল্পটির বাকি অংশ’-এ তুলে ধরেছেন তিনি। এটি তার প্রকাশিত দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাসের নাম ‘একটি গল্পের গল্প’।

‘গল্পটির বাকি অংশ’ পাওয়া যাচ্ছে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর ২৩৪ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন পাবলো আহান।

সারাবাংলা/পিএম

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর