বইমেলায় জয়দীপ দে’র দুই বই
১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৩
প্রাণের মেলা ডেস্ক ।।
অমর একুশে গ্রন্থমেলায় এসেছে জয়দীপ দে’র লেখা দুইটি বই। এর একটি উপন্যাস অন্যটি ভ্রমণ কাহিনী। দেশ পাবলিকেশন্স থেকে বেরিয়েছে উপন্যাস ‘গহন পথে’। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর ভর করে গড়ে উঠেছে উপন্যাসটির প্লট। উপন্যাসের মূল চরিত্র সুজন। স্কুলে ভর্তির সময় যার বাবা বলে দিয়েছিলেন, জীবনে প্রথম ছাড়া দ্বিতীয় হওয়া যাবে না। কারণ, ‘দুই নম্বরোর কুনু দাম নাই দুনিয়াত।’
সেই থেকে কেবল ফার্স্ট হওয়ার যুদ্ধ। কখনো নিয়মের ভেতরে, কখনো বা বাইরে। একসময় সুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে রেল লাইনে। যে শিক্ষা মানুষকে বিকশিত করার কথা, সেই শিক্ষা হচ্ছে মৃত্যুর কারণ। এভাবে প্রতিবছর কত প্রাণ ঝরে যায় তার কোনো হিসাব নেই। এ মৃত্যুযাত্রার সুলুক সন্ধানে শিক্ষার গহন পথে এবারের যাত্রা।
গহন পথে পাওয়া যাবে দেশ পাবলিকেশন্স এর ৩৮৮-৩৮৯ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
এছাড়া লেখকের ভ্রমণকাহিনী ‘মাদ্রাজের চিঠি’ পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশের তিন নম্বর প্যাভেলিয়নে। দুই মাসের ভারত ভ্রমণের অভিজ্ঞতা আর একটি সমাজকে বহুতল থেকে দেখার চেষ্টা চলেছে এখানে।
সারাবাংলা/এসএমএন/পিএম