Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রন্থমেলায় মোজাফফর হোসেনের দুই বই


১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৪:৫৬

প্রাণের মেলা ডেস্ক ।।

অমর একুশে গ্রন্থমেলা গল্পকার ও অনুবাদক মোজাফফর হোসেনের দুটি বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে ছোটগল্পের শিল্প, শৈলী ও রূপান্তর বিষয়ক বই- পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনী। ছোটগল্পের উৎসমূল থেকে আধুনিক এবং উত্তরাধুনিক হয়ে ওঠার পরিভ্রমণটা উঠে এসেছে মূল টেক্সটসহ পাঠে-বিশ্লেষণে। ২৬টির মতো গল্প পাঠসহ উপস্থাপন করা হয়েছে। বিশ্বসাহিত্যে ছোটগল্পের আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের বাকবদল বোঝার জন্য পাঠকের বিশেষ কাজে দেবে। ৪৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা ৭৫০টাকা।

বিজ্ঞাপন

অন্য বইটি হচ্ছে সাহিত্য প্রবন্ধ গ্রন্থ ‘বাংলা সাহিত্যের নানাদিক’। বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখকদের লেখা নিয়ে তুলনামূলক বিশ্লেষন করা হয়েছে বইটিতে। গ্রন্থকুটির প্রকাশিত বইটির মূল্য ৩২০টাকা।

সারাবাংলা/পিএম

নতুন বই বইমেলা মোজাফফর হোসেন