বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:০০ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:৩১
স্টাফ করেসপনডেন্ট
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭ ঘোষণা করা হয়েছিলো আগেই। বাকি ছিলো পুরস্কার হাতে তুলে দেয়ার আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাও হলো। অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, সনদপত্র ও স্মারক দেয়া হয়।
এর আগে ২৭ জানুয়ারী বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ বছর দশ বিভাগে বারোজন লেখক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।
২০১৭ সালে কবিতায় বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবিতায় কবি মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথাসাহিত্যে মামুন হুসাইন, প্রবন্ধে মাহবুবুল হক, গবেষনায় রফিকউল্লাহ খান, অনুবাদে আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে কামরুল হাসান ভূঁইয়া ও সুরমা জাহিদ, ভ্রমণ সাহিত্যে শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বিজ্ঞান ও কল্পকাহিনিতে মোশতাক আহমেদ এবং শিশুসাহিত্যে ঝর্ণা দাশ পুরকায়স্থ।
সারাবাংলা/টিএস/পিএম