Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলায় ছোটদের জন্য ‘রসগোল্লা’


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৫৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপনডেন্ট :

এ বছর একুশের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে বিধান রিবেরু’র শিশুকিশোর বিষয়ক বই ‘রসগোল্লা’। ছড়া, কবিতা, গল্প, লোককাহিনী, অনুবাদ গল্প, নিবন্ধ ও ধাঁধাসহ বিচিত্র স্বাদের লেখা সংকলিত হয়েছে এক মলাটের ভেতর। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।

‘রসগোল্লা’ প্রসঙ্গে লেখক বিধান রিবেরু বলেন, ‘আমি চেয়েছি বর্তমানের শিশুকিশোররা যেন একটি বইয়ের ভেতর নানা ধরনের লেখা পড়তে পারে। এতে তারা একটি বইয়ের ভেতর বৈচিত্র পাবে। আর বড়রাও এই বইটির লেখাগুলো পছন্দ করবেন। কারণ এ ধরনের লেখা আসলে সব বয়সী পাঠকেরই ভালো লাগে।’

বিজ্ঞাপন

বইটির ভেতরকার বেশিরভাগ ছবি এঁকেছেন খ্যাতিমান কার্টুনিস্ট আহসান হাবীব। একটি গল্পের অলংকরণ করেছেন ধ্রুব এষ। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা।

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর