মেলায় রিজভীর দুই বই
৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:৩০
স্টাফ করেসপনডেন্ট :
একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে অভিনেতা, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক রেজাউর রহমান রিজভীর দুটি বই। বই দুটি হলো- গল্পগ্রন্থ ‘আরেক বসন্তে’ ও গীতিকবিতা ‘আমার গানের খাতা’।
ভিন্ন স্বাদের ৮টি গল্প নিয়ে ‘আরেক বসন্তে’ বইটি সাজানো হয়েছে। দোয়েল প্রকাশনীর এই বইতে প্রেম, বিরহ, অতিপ্রাকৃত ও হাস্যরসাত্মক গল্পের সমারোহ রয়েছে।
অন্যদিকে রিজভীর লেখা ৫০টি প্রকাশিত ও ৬টি প্রকাশিতব্য গানের কথা নিয়ে গ্রন্থ ‘আমার গানের খাতা’। আলোকবর্তিকা প্রকাশনীর এই বইতে প্রতিটি গানের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য সন্নিবিষ্ট রয়েছে, যা একজন পাঠককে গানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।
সারাবাংলা/পিএম