Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় খায়রুল বাবুই’র চার বই


৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২২ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপনডেন্ট :

একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও অনুষ্ঠান নির্মাতা খায়রুল বাবুইয়ের ভিন্ন স্বাদের দুটি গল্পের বই। দেশ পাবলিকেশন্স থেকে অদ্ভুত সব অনুভূতির অন্যরকম ভাবনার গল্পগ্রন্থ ‘তনুর সঙ্গে তিন রাত’ এবং চৈতন্য প্রকাশনী থেকে হাসির গল্পগ্রন্থ ‘রমরমা রম্য’। বই দুটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিকুর রহমান।
খায়রুল বাবুই একজন তরুণ পাঠকপ্রিয় লেখক। দীর্ঘদিন থেকে নানা ধরণ ও আঙ্গিকের লেখা লিখছেন। দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলোতে ফিচার, ছড়া ও গল্প লেখার মাধ্যমে শুরু। বেশ কয়েকবছর ধরে নিয়মিত লিখছেন শিশুতোষ গল্প।
বড়দের পাশাপাশি এবার শিশু-কিশোরদের জন্যও শৈশব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘স্কুল যেতে ভয় নেই’ ও ‘বুদ্ধির জোর’ নামে খায়রুল বাবুইয়ের দুটি গল্পবই। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৯।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর