Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ বছর বয়সেই ৫ বই!


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১১:২৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৯

বয়স সবে দশ। পড়ছে ক্লাস ফোরে। এরই মধ্যে পাঁচটি বই লিখে ফেলেছে সে। তার নাম অলীন বাসার। সারাবাংলাকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে অলীন বাশার বলেছে রবীন্দ্রনাথের মতো বড় লেখক হওয়ার স্বপ্ন দ্যাখে সে। লিখেছেন জাহাঙ্গীর সুর

ঠাণ্ডা পানি ও গরম পানি। এদের মধ্যকার একটা আলাপ শুনে ফেলেছেন বাংলাদেশের এক লেখক। অলীন বাসার সেই আলাপের কথা লিখেছেন তার ‘পালোয়ানের হার’ নামক বইতে। সেখানে তিনি বলতে চেয়েছেন, গরমকালে ঠা-া পানিদের ‘খুব অহঙ্কার’ থাকে। তবে ফ্রিজ থেকে বের করে রাখলে সেই ‘ঠাণ্ডা পানির অহঙ্কারের পতন’ হয়, সে কথাও বলেছেন লেখক। অন্যদিকে, শীত এলে কদর বেড়ে যাবে বলে মনে করে গরম পানি, গল্পটাতে সেই কথাও রয়েছে। এরকম ১৭টি গল্প নিয়ে গড়া বইটি প্রকাশ করেছে ঘাস ফড়িং।

বিজ্ঞাপন

‘পালোয়ানের হার’ অলীন বাসারের পঞ্চম বই। এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় এই লেখকের আরেকটি বই প্রকাশ হয়েছে। ‘ভূতের টিউশনি’ প্রকাশ করেছে জ্ঞান বিতান। ২ ফেব্রুয়ারি মেলার সিসিমপুর মঞ্চে বই দুটোর মোড়ক উন্মোচন হয়। এই প্রকাশনা অনুষ্ঠানে কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘অলীন বাসার একদিন পৃথিবীর সেরা লেখক হবে। অলীন বাংলাদেশের গর্ব।’

অলীন বাসারের নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন। প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনিসুল হক

অলীনের বয়স মাত্র দশ বছর। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। এই খুদে লেখকের প্রথম বই প্রকাশ হয় ২০১৫ সালে। ‘অন্ধকারে ভূতের ছায়া’ তার প্রথম বই। পরের দুই বছর প্রকাশিত অলীনের বই দুটো যথাক্রমে ‘ভুতুড়ে’ ও ‘ভুতুম’। প্রথম তিনটি বই প্রকাশ করে সাঁকোবাড়ি।

সারাবাংলা’র পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল অলীন বাসারের সঙ্গে। টেলিফোন সাক্ষাৎকারে অলীন জানায়, লেখালেখিতে সবচেয়ে বেশি প্রেরণা দেয় তার বাবা এবং মা।’

ভূতে বিশ্বাস না করলেও ভূত ভয় পায় খুদে লেখক অলীন বাসার

স্কুলে গেলে কে কী বলে, জানতে চাইলে অলীনের উত্তর, ‘আমাদের ক্লাসের স্যারেরা বলেন আরও এগিয়ে যাও। আর বন্ধুরা বলে একটা বই দিও।’

‘সব লেখকের লেখা’ই ভালো লাগে অলীন বাসারের। আবার লেখক হিসেবে ‘মাঝে মাঝে’ পাঠককে ‘অটোগ্রাফ দিতেও ভালো লাগে’ তার।

সারাবাংলা/পিএম

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর