‘বই পড়ার অভ্যাস কমে যাওয়া শুভ লক্ষণ নয়’
৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩৬ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৯
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ব্যস্ততা বাড়ছে। আমরা অর্থ-বিত্ত আর মোহের পিছু ছুটছি। অবসর কমে আসছে। তাই বই পড়ার অভ্যাসও আমাদের মধ্যে দিন দিন কমে আসছে। এটি মোটেই শুভ লক্ষণ নয়।
রোববার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সেলিম আজাদ চৌধুরির নতুন উপন্যাস ‘কোন কূলে আজ ভিড়লো তরী’ ও ভ্রমণ কাহিনী ‘তেপান্তরের মাঠ পেরিয়ে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এবারের একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত এ বই দুটির প্রকাশক বলাকা।
কবি হাসান হাফিজের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অ্যামিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বই সভ্যতা গড়ার কারিগর। বইয়ের পাতায় মানবিক বিকাশ কিংবা সামাজিক সাম্য তুলে ধরা হয়। সে হিসেবে প্রত্যেকটি মানুষকে বইয়ের সংস্পর্শে থাকা উচিত। বই পড়া ছাড়া মানুষের জ্ঞানের জগত বিকশিত হতে পারে না। বর্তমান সময়ে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। এটি মানব জাতির জন্য একদম সুখের খবর নয়।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরি বলেন, বই না পড়লে আত্মপোলব্ধি, আত্মপরিচয় জানা অসম্ভব। আমরা এখন আত্মপরিচয় সংকটে আছি। এটি ভুলে গেলে চলবেনা যে, আত্মপরিচয় সাংস্কৃতিক শুন্যতা সৃষ্টি করে। এভাবে একটি জাতি মানব ইতিহাস থেকে ধীরে ধীরে বিলীন হয়ে যায়।
অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন কবি হেলাল হাফিজ, প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মুফিদুল হক।
সারাবাংলা/এমএস/এনএস