Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় উপল তালুকদারের ৪ বই


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪৪ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৯

স্টাফ করেসপন্ডেন্ট

ড. উপল তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।  তিনি লেখালেখি শুরু করেছেন সত্তর দশকের শেষ দিকে। ১৯৮১ সালের ২১ শে ফেব্রুয়ারি তার প্রথম কবিতা প্রকাশিত হয়। সেই থেকে ৩৬ বছর ধরে কবিতা লিখে চলছেন তিনি।

এবারের বইমেলায়েউপল তালুকদারের চারটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে উপল তালুকদারের বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪।

মেলায় আসা নতুন চার বইয়ের মধ্যে রয়েছে, কবিতার বই ‘তোমাকে পাইনি বলে অন্যদের কাছে গিয়েছিলাম’ ছোটগল্পের বই ‘চারটি বাহুর ত্রিভূজ’। বই দুটি পাওয়া যাবে মম প্রকাশনীর স্টলে।

এছাড়া উপন্যাস ‘প্রজাপতি অথবা কাকদের গল্প’ গবেষণাগ্রন্থ ‘মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাসে ফ্রয়েডীয় প্রভাব’ বই দুটি পাওয়া যাচ্ছে অনার্য এর স্টলে। সবগুলো বেইয়ের করেছেন আল নোমান।

নিজের নতুন কাব্যগ্রন্থ সম্পর্কে উপল তালুকদার বলেন, ‘আমরা ক্রমশ উত্তরাধুনিক কবিতার দিকে ঝুঁকে পড়ছি। বিশ শতকের শুরুর দিকে ক্রমশ উত্তরাধুনিক কবিতার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা দিয়েছে। ‘তোমাকে পাইনি বলে অন্যদের কাছে গিয়েছিলাম’ কাব্যগ্রন্থের বিষয় মানবীয় সম্পর্ক, বহুগামী অথচ শুদ্ধ প্রেমের পদচারণার দিকে ইঙ্গিত দেওয়া। আমার কাছে প্রেম হলো মৌচাকের মতো। তাতে অসংখ্য খোপ রয়েছে। একেকটি প্রেম এ সব খোপ ঘাপটি মেরে থাকে।’

গল্পগ্রন্থ ‘চারটি বাহুর ত্রিভূজ’ সম্পর্কে তিনি বলেন, ‘সর্বোপরী মানুষ, নগরজীবনের মানুষের বিচ্ছিন্নতাবোধ, তাদের মনোকষ্ট, পাওয়া-না পাওয়ার বেদনাগুলো আমি গল্পে তুলে ধরেছি। যার মাধ্যমে ব্যক্তিজীবন, সংসার জীবন, স্বপ্নজীবন এমনকি নিঃসঙ্গ জীবনের প্রতিচ্ছবি উঠে এসেছে।

বিজ্ঞাপন

নিমগ্ন রীতি ও ক্ল্যাসিক ধারার গল্পগুলো হয়েছে যুগযন্ত্রতার মুখোমুখি দাঁড়ানো মানুষের আখ্যান।’

সারাবাংলা/একে/পিএম

 

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর