ছয় দিনেও চালু হয়নি বইমেলার মিডিয়া সেন্টার
৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:২৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৮
এসএম মুন্না
গণমাধ্যম কর্মীদের জন্য এ বছরও বাংলা একাডেমির প্রাঙ্গণে একটি মিডিয়া সেন্টার নির্মাণ করা হয়েছে। কিন্তু এটা কী আদৌ মিডিয়া সেন্টার, নাকি অন্য কিছু তা বোঝার কোনো উপায় নেই। কারণ নামকাওয়াস্তে লাল কালি দিয়ে ‘মিডিয়া সেন্টার’ লিখেই দায়িত্ব সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আগের বছরগুলো ইটের কাঠামো ওপর টাইলস দিয়ে নান্দনিক করে সাজানো হতো মিডিয়া সেন্টারটি। চার পাশ ঘিরে সাজানো হতো ফুল গাছ দিয়ে। এবার শুধু হার্ডবোর্ড দিয়ে সাদা রঙ-চঙ দিয়ে একটা কাঠামো দাঁড় হয়েছে মাত্র। ভেতরে আর কিছুই নেই। পাঁচ দিনের মেলায় ধুলোর আস্তরণ পড়ে গেছে। একাডেমির দেওয়া তথ্য অনুযায়ি মিডিয়া সেন্টারে একজন সার্বক্ষণিক সিস্টেম ইঞ্জিনিয়ারসহ একাধিক কম্পিউটার, ল্যাপটপ, ফ্যাক্স, ইন্টারনেটসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু তার কোনো কিছু নেই। নেই বসবার চেয়ার পর্যন্ত।
এ ব্যাপারে মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক (বিক্রয় ও বিপণন) ড. জালাল আহমেদ সারাবাংলা ডট নেটকে বলেন, ‘খুব শিগগিরই মিডিয়া সেন্টার পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।’
এ ব্যাপারে ইভেন্ট ব্যবস্থাপনা কোম্পানি নিরাপদ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন ‘তিনি কিছু জানেন না। এসব দেখার জন্য মাঠে তার লোক আছে।’
সারাবাংলা/পিএম