একুশে বইমেলায় লুৎফর হাসানের ৫ বই
৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৮ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৮
স্টাফ করেসপনডেন্ট :
একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশ পাচ্ছে লুৎফর হাসানের ৫ বই। উপন্যাস- লাল কাতানের দুঃখ, কবিতা- যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম আর নির্বাচিত উপন্যাস-লুৎফর হাসানের চার উপন্যাস প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। গল্পের বই- ভালোবাসার উনুনঘর প্রকাশ পাচ্ছে নাগরী প্রকাশ থেকে। ছড়ার বই দুপুর পাখি প্রকাশ করছে চৈতন্য প্রকাশনী। লুৎফর হাসান নানামাত্রিক লেখা লিখছেন বেশ কয়েক বছর ধরেই। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৮।
সারাবাংলা/পিএম