Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘একটি গল্পের গল্প’


৭ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৩ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: অমর একুশে বইমেলায় কাজী জামশেদ নাজিমের ‘একটি গল্পের গল্প’ উপন্যাসের মোড়ক উন্মোচন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বুধবার বিকেলে বইমেলায় মোড়ক উন্মোচন করেন তিনি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।

বইয়ের মোড়ক উম্মোচন শেষে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘৮ ফেব্রুয়ারিতে সব ধরনের নৈরাজ্য ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। বইমেলাতেও এর কোনো প্রভাব পড়বে না।’

মানুষের মনে দাগ কাটানো বিভিন্ন ঘটনা নিয়ে সাংবাদিক কাজী জামশেদ নাজিমের উপন্যাস ‘একটি গল্পের গল্প’। অমর একুশে বইমেলায় ‘দাঁড়িকমা’ প্রকাশনীর ৬৬৬ নং স্টলে  পাওয়া যাচ্ছে উপন্যাসটি। উপন্যাসে তিনি সমাজের বলা-না বলা, সামাজিক অবক্ষয়, প্রেম-ভালবাসাসহ সমাজের নানা প্রসঙ্গ ভিন্ন দৃষ্টিকোণে তুলে ধরেছেন।

বই প্রসঙ্গে জামশেদ নাজিম বলেন,  ‘একটি গল্পের গল্প নামের উপন্যাসে সমাজের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা, যেগুলো দাগ কাটত মানুষের মনে, সেই ঘটনাগুলোই রঘু-প্রজাপতির কথা আর চরিত্রে প্রকাশ করেছি। উপন্যাসে রয়েছে রোমান্টিকতার ছাপ। রয়েছে রহস্যময় চরিত্রও।’

বইটি সম্পর্কে দাঁড়িকমা প্রকাশনীর কর্ণধার আব্দুল হাকিম নাহিদ বলেন, “জামশেদ নাজিমের লেখা ‘একটি গল্পের গল্প’ ভিন্ন স্বাদের। একটা নতুন কিছু। পাঠক বইটি হাতে নিলে পড়বেন। রঘু চরিত্র খুবই মজার, ভয়ের, এবং আনন্দের!”

জামশেদ নাজিম বেসকাররি টেলিভিশন চ্যানেল জিটিভির অপরাধ বিভাগের রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/আইজেকে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর