Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলাম রাব্বানীর ‘মহিমান্বিত আনারস’


১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৫৭ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট :

লেখক ও সাংবাদিক গোলাম রাব্বানীর প্রথম গল্পের বই ‘মহিমান্বিত আনারস’। দশটি ভিন্ন স্বাদের ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে গল্পগ্রন্থটি। বইটি মেলায় চৈত্যনের স্টল এবং লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে।

বইটি সম্পর্কে গোলাম রাব্বানী বলেন, গল্পগুলো লেখা দশ বারো বছর আগে। গত পাঁচ বছর ধরে বইটি প্রকাশের প্রস্তুতি নিই আমি। কিন্তু খুতখুতে স্বভাবের কারণে বইটি প্রকাশ করি করি করেও করা হচ্ছিল না। বেশ কয়েকবার ছাপাখানা থেকেও বইটি ফেরত এনেছি। সাত থেকে আটটা প্রচ্ছদ করিয়েছি। কিন্তু কোন কিছুই মনমতো হচ্ছিলো না। অবশেষে বইটা বাজারে, এটাই বড় কথা। গল্পগুলো খুব আলাদা তা বলবো না। তবে আমার গল্পের চরিত্ররা সমাজের দেখা মানুষ থেকে আলাদা।

বিজ্ঞাপন

‘মহিমান্বিত আনারস’ বইটির প্রচ্ছদ করেছেন দেওয়ান আতিক। এর আগে এই লেখকের ‘হুদাই-১, ‘হুদাই-২’ ও ‘দীর্ঘশ্বাসে দাঁড়ি’ নামে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়। গোলাম রাব্বানী নিয়মিত টিভি নাটক এবং গান লিখে থাকেন। তার লেখা বেশকিছু নাটক আর গান জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর