স্টাফ করেসপন্ডেন্ট :
রিদওয়ান আক্রাম পেশায় সাংবাদিক হলেও নেশা আর আগ্রহ ইতিহাসের প্রতি। বিশেষ করে ঢাকার ইতিহাস। ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রায় এক যুগ ধরে কাজ করছেন। সেই কাজের ধারাবাহিকতায় ঢাকার ওপর চারটি গবেষণাধর্মী বইও প্রকাশিত হয়েছে তাঁর। এগুলো হচ্ছে-‘ঢাকার ঐতিহাসিক নিদর্শন’, ঢাকার কোচোয়ানরা কোথায়’, ‘ড’য়লির ঢাকা’ আর ‘পুনশ্চ ঢাকা’। এর বাইরেও প্রকাশিত হয়েছে ইতিহাসের মজার সব ঘটনা নিয়ে বই-‘ঘটনা সত্যিই’। এছাড়াও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত দুই প্রকাশনা-‘ঢাকাই খাবার’ এবং ‘ঢাকা কোষ’তেও রয়েছে তাঁর বেশ কয়েকটি লেখা।
এ বছর রিদওয়ান নিজের পরিচিত অঙ্গন থেকে বেরিয়ে শিশুদের জন্য লিখেছেন দুটি শিশুতোষ গল্পের বই-‘মাছ খাবে ভুতোং’ এবং ‘ব্যাটসম্যান ভুতোং’। নামেই বোঝা যাচ্ছে এই দুই বইয়ের মূল চরিত্র ভুতোং। তবে এদের বয়সে রয়েছে বিস্তর ফারাক। ‘মাছ খাবে ভুতোং’ বইটার ভুতোংটা হচ্ছে একটা বুড়ো ভূত। আর ‘ব্যাটসম্যান ভুতোং’-এর ভুতোংটা হচ্ছে একটা বাচ্চা ভূত। একজন টাটকা মাছের জন্য পাগল তো আরেকজন ক্রিকেটের জন্য। একদিক দিয়ে এদের দুয়ের মিলটা হচ্ছে এরা এই সময়ের ভূত। আধুনিক ভূত।
চার রঙা বইগুলোর ছবি এঁকেছেন বিপ্লব চক্রবর্তী আর মানব। প্রকাশ করেছে চিরন্তন প্রকাশ।