স্পেশাল করেসপন্ডেন্ট ।।
স্বাস্থ্য, শিক্ষা ও সমাজের নানা ঘটনাবলী নিয়ে প্রকাশিত হয়েছে ডা. সাকলায়েন রাসেল এর বই ‘অফটপিক’। স্বাস্থ্য বিষয়ে নানা কুসংস্কার, একজন নারীর প্রতিদিনের প্রতিবন্ধকতা, সন্তানের সঙ্গে পিতা-মাতার সম্পর্ক, পুলিশ বাহিনীর নানা কষ্টের কথা।
গত ১৭ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর অফপটিক বইয়ের মোড়ক উন্মোচন করেন। আসাদুজ্জামান নূর আশা প্রকাশ করেছেন, নানা জীবন ঘনিষ্ঠ লেখা পাঠকদের মন জয় করবে।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল বইটি নিয়ে বলেন, প্রচলিত অনেকগুলো বিষয় সংযোজিত হয়েছে বইয়ে। স্বাস্থ্য, শিক্ষা ও সমাজের নানা অসংগতি গল্পের আকারে উপস্থাপিত হয়েছে বইটিতে। প্রতিটি গল্প নানা তথ্য দিয়ে সাজানো হয়েছে।
বইটি প্রকাশ করেছে আইডিয়া প্রকাশন।
সারবাংলা/জেএ/পিএম