‘কৈশোর তারুণ্যে বই’ ১৮ মাস ধরে শ্রেণীকক্ষের পাশে রাজধানীসহ জেলা-উপজেলার বিদ্যায়তনে বই মেলার আয়োজন করে আসছে। ৩৫টি বইমেলা’র পাশাপাশি আয়োজন করা হয়েছে পাঠ্য-অপাঠ্য বই নিয়ে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি এবং মতামত নিয়ে প্রকাশক, লেখক, পাঠক, শিক্ষার্থীর মধ্যে ভাব বিনিময়ের।
তারই ধারাবাহিকতায় পাঠকদের সহযাত্রী করার লক্ষ্যে ২৭ ফেব্রুয়ারি সোহরাওয়াদী উদ্যানে একুশে বইমেলার মিডিয়া কর্ণারে বইবন্ধু আড্ডার আয়োজন করা হয়েছে।
আড্ডা শুরু হবে দুপুর তিনটা ত্রিশ মিনিটে। সকলকে এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।