সারাবাংলা ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলায় এলো কবি হিজল জোবায়েরের দ্বিতীয় কবিতার বই ‘ধুলা পবনের দেশ’। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘মেঘ’। বইটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
হিজল জোবায়ের জানিয়েছেন, বইয়ের লেখাগুলো গত পাঁচ বছরের নানা সময়ে লিখিত।
৬৪ পৃষ্ঠার বইটির বিনিময় মূল্য ১৬০ টাকা। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মেঘ’-এর ৬৮২ নম্বর স্টল ও লিটলম্যাগ কর্নারের ১৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।