Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রশীদ এনামের ‘পরীর দিঘিতে ভূতের জাহাজ’


২৮ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫৫ | আপডেট: ১০ মে ২০২২ ১৫:১২

সারাবাংলা ডেস্ক

শৈশবে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে কে না ভালোবাসত? শীতের রাতে টুপ-টাপ শিশিরের শব্দ শুনে শুনে, কখনো বা ভরাপূর্ণিমা রাতে খড়ের গাদায় বসে, কিংবা বাদলা দিনে, ঝিঁঝিঁপোকা আর ব্যাঙের ডাক শুনতে শুনতে জানালার পাশে বসে গল্প! এমনই পরী আর ভূতের গা ছম ছম করা গল্পগুলো নিয়ে চমৎকার একটি বই ‘পরীর দিঘিতে ভূতের জাহাজ’। যা গল্পের ভেতর দিয়ে আপনাকে নিয়ে যাবে শৈশবের সন্ধ্যায়।

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুরে রয়েছে ‘পরীর দীঘি’ খ্যাত একটি দীঘি। সেই পরীর দীঘি হারিয়ে যাওয়ার পথে। পরী নেই, আছে কেবল গল্প। বইটিতে রয়েছে ওই বিষয়ে গল্প। শুধু তা-ই নয়— বৈশাখী বেলায়, পৌষের রাতের গল্প, হনুমানের সেলফি, ঈদসেলামীসহ মোট ১৩টি ছোট নিয়ে ‘পরীর দিঘিতে ভূতের জাহাজ’।

লেখকের প্রত্যাশা বড়রা বইটি পড়ে যেমন শৈশবে টেনে নিয়ে যাবে, তেমনি শিশুরাও আনন্দ পাবে। ‘পরীর দিঘিতে ভূতের জাহাজ’ প্রকাশ করেছে টইটম্বুর প্রকাশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর