হাতের কাছে সুখের নদী থাকে চাইলেই দেওয়া যায় ডুব সাঁতার নিঝুম রাত, নিঃসীম আঁধার আকাশে ঘোলা চাঁদ, মাদকতায় ভরা জানি তুমি আছো অনেক দূরে। দূরে থাকলে ভালো থাকি কাছে থাকলে দীর্ঘ হয় নির্ঘুম রজনী দূরে থাকলে দূরত্বটা কমে যায় তারপরও কাছে আসি কাছে থাকাটা কখনো হয়ে উঠে অসহ্য তারপর আবারও দূরে যাই হারিয়ে অভিমানে। একটা […]
৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫