Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুস্তাফিজুর রহমান নাহিদের কবিতা


১ জুন ২০২৫ ১৬:০৪

অবাক লাগে

তুমি হঠাৎ বদলে গেছো, কেমন যেন বদলে গেছো
ভাবতে ভীষণ অবাক লাগে, অবাক লাগে।
হঠাৎ করেই তুমি কেমন মেপে মেপে কথা বলো,
গল্প, আড্ডা বন্ধ করে হঠাৎ করে এড়িয়ে চলো।
কল ধরো না, কল করো না, ফেসবুকেও নক করো না।
আমাকে আর মিস করোনা,
ভাবতে বড় অবাক লাগে, অবাক লাগে।
ভীষণ চেনা মানুষ তুমি, তবু তোমায় যায় না চেনা ।
চেনারহাটে অচিন মানুষ,
ভাবতে কেমন অবাক লাগে, অবাক লাগে।
গ্রীষ্ম-বর্ষা ঋতুর মতো মানুষগুলো বদলে যাবে,
এটাই নিয়ম, তাই তো হবে।
কিন্তু তুমিও বদলে যাবে? তাই কী হয়, তাই কী হবে?
ভাবতে ভীষণ অবাক লাগে, অবাক লাগে।
জেনে কিংবা অজান্তে হোক,
হঠাৎ করেই অহংকারে একটু তোমায় দিল ছুঁয়ে।
মানুষ অহংকারী বটে, তাই তো হবে বদলে যাবে,
তাই বলে কি তুমি হবে? তুমিও এমন বদলে যাবে?
তাও আবার আমার বেলায়, মানতে হবে?
ভাবতে ভীষণ অবাক লাগে, অবাক লাগে।
এই পৃথিবী বদলে গেলে ধারধারি না বদলে যাবেই,
পাহাড়, সাগর, আকাশ, নদী বদলে গেলে বদলে যাবে,
তুমিই কেবল বদলে গেলে অবাক লাগে, অবাক লাগে।

বিজ্ঞাপন

আমি এখন যেমন মানুষ

এখন আমি যত্ন করে দুঃখ জমাই, কষ্ট জমাই খুব।
এখন নিজের সাথেও কই না কথা,
আমি এখন উত্তেজনায়ও চুপ।
এখন আমি একলা থাকি, একলা জীবন সুখ,
এখন আমি আমার বন্ধুও নেই, স্বজনও নেই,
এখন আমার কেউ দেখে না মুখ।
এখন আমি কাছের মানুষ আর খুঁজি না,
যারা কাছের মানুষ ছিলো
এখন তাদের মন বুঝি না।
এখন আমায় বন্ধুরাও গরীব বলে, ঠাট্টা করে,
এখন আমি দূরের মানুষ,
কেউ আসে না আমার ঘরে।
এখন আমার গল্প মানা, আড্ডা মানা,
এখন আমার হাসতে মানা, কাঁদতে মানা,
এখন আমার পাথর জীবন,
বাস্তবতা আমার জানা।

সারাবাংলা/জিএস/এএসজি
বিজ্ঞাপন

আরো