Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান বীরদের প্রাণ

রিয়াজুল হক
২৬ জুন ২০২৫ ১৪:৪৫

ইরানের মাটিতে ইতিহাস জাগে,
ফেরদৌসীর কলমে সাহস বাঁধে।
শাহনামা বলে এক বীরের গান,
রুস্তমের গর্জন, স্বাধীন প্রাণ।

রুস্তম বলে, ‘ভয় আমি করি না,
সত্যের পথে যুদ্ধ ছাড়ি না!’
ইতিহাস বলে, ‘ওরা কেমন সাহসী,
ভয় না পেয়ে থেকেছে রাজসী।’

পারস্যের বুকে সভ্যতা গড়ে,
জ্ঞান আর শিল্পে দীপ্তি লড়ে।
ইমামের পথ ধরে চলছে এই দেশ,
আকীদা-ভিত্তিতে আছে শাসনের রেষ।

আমেরিকা চায় ইরান নত হোক,
ইসরাইলও দেয় দম্ভের শোক।
কিন্তু ইরান বলে, ‘ভয় পেলে হার,
আমরা তো হুসেইনের বংশধর।’

তেল, প্রযুক্তি, পরমাণু জ্ঞান,
ইরান চলে মাথা উঁচু প্রাণ।
হরমুজ প্রণালী! বিশ্বের এক সিংহদ্বার,
বন্ধ করলে থেমে যাবে অনেকের কারবার।

বিজ্ঞাপন

ইতিহাস, সাহস, ধর্মের টান,
এই তো ইরান, বীরদের প্রাণ।
ফেরদৌসীর ভাষা, শাহনামার জয়,
আজও সে জাতি মাথা না নোয়ায়।

সারাবাংলা/এএসজি