Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপেক্ষা

গাজী মাহমুদ
৩ আগস্ট ২০২৫ ১৪:৪০

বহুদিন দেখা হয় না তোমার সাথে
সেই কবে, রাঙ্গামাটির লেকের ধারে,
সেইতো, তারপর কতগুলো দিন।।

মনে পড়ে, চন্দ্রিমা উদ্যানে সারি সারি
কৃষ্ণচূড়ার নীচে পাশাপাশি হাটা
হাতের মধ্যে হাতের আলতো আদর।
এইতো সেদিন, তবুও বহুদূর।
ঘণ্টা যদি মাস হয় অনেকগুলো মাস,
মাস যদি বছর হয়, বহু বছর।।

হারিয়ে যাওয়া ঘাস ফড়িংয়ের
ফিরে আসার মতই বারবার
ফিরে আসে তোমার স্মৃতি।
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুজে ফিরি
হারানো অনুভূতিকে।
কখনো পাই, কখনো পাই না।
ষাট গম্বুজ মসজিদের মতই
তোমার স্মৃতিরা স্থবির কিন্তু স্থায়ী।
তাইতো প্রতীক্ষা, তবুও প্রতীক্ষা
তোমার ফিরে আসার
তোমাকে ফিরে পাবার।।

সারাবাংলা/এএসজি

অপেক্ষা কবিতা গাজী মাহমুদ সাহিত্য