Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আকাশের অভিমান

সানজিদা যুথী
৪ আগস্ট ২০২৫ ১৪:২৬

আকাশও বুঝি আজ আমারই মতো,
অভিমানে ভিজে ভিজে কাঁদে নির্জনতা জুড়ে।
বৃষ্টি হয়ে ঝরে তার না বলা কথারা,
কে ভাঙাবে তার অভিমান? কে বলবে—
সব ঠিক হয়ে যাবে ধীরে ধীরে।

আমি আর আকাশ, দুজনেই ভিজি—
একটা শান্তি খুঁজি বৃষ্টির শব্দে, চোখের জলে।
আকাশের বুকজুড়ে জমে থাকা যন্ত্রণায়,
আমার হৃদয়ের ক্লান্তি খুঁজে পায় সঙ্গ।
হয়তো এই বৃষ্টিই জানে—
কতটা কষ্ট লুকিয়ে থাকে নিঃশব্দ ভালোবাসায়।

সারাবাংলা/এসজে/এএসজি

আকাশের অভিমান কবিতা সানজিদা যুথী সাহিত্য