দুজনে পাশাপাশি, হাতে হাত…
দু’কাপ ধোঁয়া ওঠা কফি আর কিছু না বলা কথার ভেতর
জমে উঠেছিল এক চুপচাপ ভালোবাসা।
তোমার পছন্দের কদম ফুল,
আর আমার হাতে বেলী—
প্রকৃতি যেন আমাদের সাজিয়ে দিয়েছিল আপন ছায়ায়।
সেদিন শ্রাবণ ছিল ঠিকই,
তবে বৃষ্টি আসেনি,
তবুও দু’জনের মনে ভর করেছিল এক আশ্চর্য প্রশান্তি,
যেন মনে-মনে ভিজেছিলাম ভালোবাসার এক রূপক বৃষ্টিতে।
আকাশে ছিল এক ফালি চাঁদ,
তার আলো ছুঁয়ে দিচ্ছিল আমাদের মুখ।
তুমি নীরব ছিলে, আমিও কথা বলিনি,
তবুও বুঝি—সেই নিরবতাই ছিল আমাদের সবচেয়ে গভীর সংলাপ।