যাযাবর মেঘ,
কোন উদাসীর টানে হলে ভবঘুরে?
বিশাল আকাশ ঘুরে ঘুরে,
খুঁজে ফেরো তারে?
যাযাবর মেঘ,
তুমিও কি বিরহে পুড়ো?
তাই বুঝি নীল বেদনায় ভিজে ভিজে,
বৃষ্টির মতো ঝরো।
যাযাবর মেঘ,
আমিও একা, উদাস, আমার মন।
বিরহে পুড়ে তপ্ত হৃদয়,
চল দূর আকাশে—হারাই দু’জন।
যাযাবর মেঘ,
নেবে কি আমায়, নেবে কি সাথে?
বৃষ্টির ছোয়ায় শীতল হবো,
জোছনা রাতে।