Sunday 28 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাযাবর মেঘ

হাসান মাহমুদ
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮

যাযাবর মেঘ,
কোন উদাসীর টানে হলে ভবঘুরে?
বিশাল আকাশ ঘুরে ঘুরে,
খুঁজে ফেরো তারে?

যাযাবর মেঘ,
তুমিও কি বিরহে পুড়ো?
তাই বুঝি নীল বেদনায় ভিজে ভিজে,
বৃষ্টির মতো ঝরো।

যাযাবর মেঘ,
আমিও একা, উদাস, আমার মন।
বিরহে পুড়ে তপ্ত হৃদয়,
চল দূর আকাশে—হারাই দু’জন।

যাযাবর মেঘ,
নেবে কি আমায়, নেবে কি সাথে?
বৃষ্টির ছোয়ায় শীতল হবো,
জোছনা রাতে।

সারাবাংলা/এএসজি

যাযাবর মেঘ হাসান মাহমুদ

বিজ্ঞাপন

যাযাবর মেঘ
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮

অতীতের মতো নির্বাচন হবে না: সিইসি
২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর