Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্যালুট হে সংগ্রামী

হামিদুল ইসলাম সরকার
৩১ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

গণতন্ত্রের মানসকন্যা
আপসহীন নেত্রী তুমি,
স্বৈরশাসক হটিয়েছো
কাঁপিয়ে রাজপথভুমি।

নব্বইয়ের গণআন্দোলনে
রাজপথে কাটে দিনরাত,
হুমকি দিয়েছে স্বৈরশাসক
গোপনে তুমি বাড়াওনি হাত।

নির্যাতন ও কারাবরণ
মেনে নিয়েছো তুমি,
জীবন দিয়েই প্রমাণিত
ভালবেসেছো ভুমি।

দেশ, দেশের মানুষ ছিল
জীবনের চেয়ে মূল্যবান,
অকপটে সয়েছো জুলুম
আপসকে দাও নি স্থান।

অল্প বয়সে স্বামীকে হারাও
ফ্যাসিষ্ট কেঁড়েছে সন্তান,
এতো জুলুম, এতো নির্যাতন
পরাজয় করেছে প্রস্থান।

স্যালুট তোমাকে হে সংগ্রামী
হৃদয় থেকে দোয়া-সম্মান,
বিধাতার কাছে শুধু প্রার্থনা
জান্নাতে হোক বাসস্থান।

সারাবাংলা/জিএস/এএসজি
বিজ্ঞাপন

স্যালুট হে সংগ্রামী
৩১ ডিসেম্বর ২০২৫ ১২:২৯

আরো

সম্পর্কিত খবর